টেসলার জন্য নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন করবে প্যানাসনিক

সংগৃহীত ছবি

টেসলার জন্য নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন করবে প্যানাসনিক

ডেস্ক রিপোর্ট

২০২৩ সালের প্রথমদিকেই টেসলার জন্য নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন শুরু করতে যাচ্ছে প্যানাসনিক। এ লক্ষ্যে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানটি স্থানীয় কারখানাগুলোয় বিনিয়োগ করবে প্রায় ৭০ কোটি ৫০ লাখ ডলার।

রয়টার্স জানায়, প্রত্যাশা করা হচ্ছে এ ব্যাটারি বিদ্যুচ্চালিত গাড়ি পরিষেবা বাড়িয়ে চালকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে। চলতি অর্থবছরে একটি পরীক্ষামূলক উৎপাদন লাইন স্থাপন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্যানাসনিক।

আরও পড়ুন:

চীনের জিনজিয়াংয়ে আবার শত মিলিয়ন টনের নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

সেইসাথে উৎপাদন বাড়ানোর জন্য বিকল্পও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। গেল বছরের অক্টোবরে ৪৬৮০ ফরম্যাটের ব্যাটারি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। যার আকার বর্তমানে টেসলাকে সরবরাহ করা ব্যাটারির চেয়ে প্রায় পাঁচ গুণ বড়।

news24bd.tv/এমি-জান্নাত