বরিশালের কীর্তনখোলা নদীর রসুলপুর চর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিম জানান, রসুলপুর চর সংলগ্ন কীর্তণখোলা নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের (২৮) লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
আরও পড়ুন: আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী বিচার শুরু
লাশের পড়নে ট্রাউজার ও শীতের পোশাক ছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের পরিচয় নিশ্চিত হতে আশপাশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
news24bd.tv/ কামরুল