একটি রোবট কুকুরের মডেলকে দেয়া হলো বিশেষ ক্ষমতা

সংগৃহীত ছবি

একটি রোবট কুকুরের মডেলকে দেয়া হলো বিশেষ ক্ষমতা

অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডের জুরিখে একটি রোবট কুকুরের মডেলকে দেয়া হয়েছে বিশেষ ক্ষমতা। যার মাধ্যমে যেকোনো ভূখণ্ডেই চলাচল করতে পারবে এনিম্যাল নামের চারপেয়ে যন্ত্রটি। এই নতুন ক্ষমতাবলে রোবটগুলো ভবিষ্যতে দুর্গম কোনো এলাকা অথবা ভিন গ্রহেও চলাচলের ক্ষমতা রাখবে বলে আশা করছেন নির্মাতারা। রয়টার্সের তথ্য ও চিত্রে নিবিড় আমীনের ডেস্ক রিপোর্ট।

এনিম্যাল হচ্ছে একটি চারপেয়ে রোবটের মডেল। যা মূলত পরিদর্শনের কাজে ব্যবহার করা হয়। এই রোবট কুকুরটির ওপর এবার প্রয়োগ করা হলো নতুন একধরণের প্রযুক্তি। যার মাধ্যমে এর সেন্সর ব্যবহার করা দৃষ্টি, এবং আশপাশের সবকিছু নিয়ে তার জ্ঞান, দুটোর মিশ্রনে চলাচল করতে পারবে যেকোনো ভূখণ্ডে।

আরও পড়ুন:

টেসলার জন্য নতুন লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন করবে প্যানাসনিক

চীনের জিনজিয়াংয়ে আবার শত মিলিয়ন টনের নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের একটি দল রোবটটির ক্ষমতা পরীক্ষা করার জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৯৮ মিটার উঁচু এটজেল পর্বতে একটি হাইকিং রুটে ছেড়ে দিয়েছিলো। আর ফলাফল দেখে বেশ সন্তুষ্ট হলেন গবেষকরা।

বিশ্বের কয়েকটি স্থানে এরইমধ্যে প্রতিকূল পরিবেশে গুরুত্বপূর্ণ কাজ করছে শতাধিক চার পেয়ে রোবট। যার মধ্যে বেশিরভাগই হুন্দাইয়ের তৈরী।

news24bd.tv/এমি-জান্নাত