তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত তুরস্ক

সংগৃহীত ছবি

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত তুরস্ক

অনলাইন ডেস্ক

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। এই দুর্যোগে চরম বিপাকে পড়েছে তুরস্ক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ইউরোপের ব্যস্ততম এই বিমানবন্দরটি ব্যবহারকারী যাত্রীরা।

তুষারঝড়ে স্বস্তিতে নেই ভারত, লেবাবন, চীন এমনকি সিরিয়াও।

তুরস্কের ইস্তাম্বুল শহরের রাস্তা বরফে মোড়ানো। নেই কোন যান চলাচল। ইস্তাম্বুলের মতো এমন বেহাল অবস্থা তুরস্কের আরও কয়েকটি অঞ্চল।

তাইতো তুষারপাতে জন্য বন্ধ করে দিতে হয়েছে ইউরোপের অন্যতম ব্যস্ত ইস্তাম্বুল বিমানবন্দরও।  

তুরস্কের জরুরি ও দুর্যোগ মোকাবেলা বিভাগের দাবি, বেশির ভাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে আটকা পড়েছে কয়েক হাজার মানুষ।

পূর্ব ভূমধ্যসাগরে প্রবল তুষার ঝড়ে বিধ্বস্ত গ্রীসের রাজধানী এথেন্স। শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট সবই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পরিচ্ছন্নকর্মীরা।

আরও পড়ুন:

ফ্লোরিডা উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৯ জন নিখোঁজ

চীনের জিনজিয়াংয়ে আবার শত মিলিয়ন টনের নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও পড়ছে বরফ। সেখানে বোমার আতঙ্ক ভুলে স্নো বল খেলায় মেতেছেন ছেলে বুড়ো সব বয়সীরা। ভারতের কাশ্মীরে টানা তুষারঝড়ে স্তব্ধ স্বাভাবিক জনজীবন। নাকাল চীনের অনেক অঞ্চলও।

news24bd.tv/এমি-জান্নাত