প্রতারণার মাধ্যমে ৭ বিয়ে!

সংগৃহীত ছবি

প্রতারণার মাধ্যমে ৭ বিয়ে!

অনলাইন ডেস্ক

প্রতারণার মাধ্যমে সাত বিয়ে করায় কুমিল্লার এক কাতার প্রবাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

আজ বুধবার দুপুরে র‌্যাব-১১ এর উপপরিচালক মেজর সাকিব হোসেন সিপিসি-২ এর শাকতলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।  

সম্মেলনে জানানো হয়, আজাদ শাকিল নামে ওই ব্যক্তি কাতারফেরত। নিজেকে কাতার প্রবাসী দাবি করে বিভিন্ন জেলায় বিয়ে করতেন।

পরে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের কাতারে এবং হজ্ব করতে নিয়ে যাওয়ার কথা বলে আদায় করে লাখ লাখ টাকা। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আবু হানিফের ছেলে।

আরও পড়ুন:

ফ্লোরিডা উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৯ জন নিখোঁজ

চীনের জিনজিয়াংয়ে আবার শত মিলিয়ন টনের নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

ভুক্তভোগীদের বরাতে জানা যায়, আজাদ নিজের স্ত্রীকে মানসিক নির্যাতন করত। এছাড়াও স্বজনদের কাছ থেকে বিদেশে লোক নেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে অনেক টাকা।

কেউ সেই টাকা ফেরত চাইলে হুমকি দিয়েছে বলে জানা যায়। একসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে হয়ে যেতো লাপাত্তা।

এভাবেই সে বিভিন্ন জেলায় সমানভাবে প্রতারণা করে আসছিলো বলে জানায় তারা। পরে এক ভুক্তভোগীর অভিযোগে র‌্যাবের গোয়েন্দা দল মঙ্গলবার সন্ধ্যায় তাকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।

news24bd.tv/এমি-জান্নাত 

এই রকম আরও টপিক