পদ্মভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব

সংগৃহীত ছবি

পদ্মভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব

অনলাইন ডেস্ক

ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে প্রদান করা হয়েছিল এই সম্মাননা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ করা হয় পদক প্রাপ্তদের তালিকা। বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের তরফে কেউ একজন ফোন করেছিলেন।

তখন সম্মতি দেয়া হলেও বিষয়টি বুদ্ধদেব জানতেননা।

আরও পড়ুন:

ফ্লোরিডা উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৯ জন নিখোঁজ

চীনের জিনজিয়াংয়ে আবার শত মিলিয়ন টনের নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

পরে খবর জেনে তা প্রত্যাখ্যান করেন তিনি। এদিকে পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিয়েছেন কিৎবদন্তী গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে তাকে শেষ মুহূর্তে ফোনে সম্মাননা প্রদানের প্রস্তাব দেয়ায় তা প্রত্যাখ্যান করেন তিনি।

news24bd.tv/এমি-জান্নাত