১৪৪ ধারা ভঙ্গ করে বৃদ্ধার দোকান ভাঙচুর

সংগৃহীত ছবি

১৪৪ ধারা ভঙ্গ করে বৃদ্ধার দোকান ভাঙচুর

অনলাইন ডেস্ক

১৪৪ ধারা ভঙ্গ করে এক বৃদ্ধার দোকান, ঘর দফায় দফায় ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। পাবনা ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামে এ ঘটনা ঘটে। ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত সোমবার রাতে বিষয়টি নিয়ে লিখিত আকারে ভাঙ্গুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

গতকাল মঙ্গলবার রাতে আবারও ভাঙচুর করে অভিযুক্তরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে উপজেলার অষ্টমনিষা মাছবাজার সংলগ্ন মো. হাবিবুর রহমানের বসতবাড়িতে ১৪৪ ধারা জারিকৃত জমিতে আইন ভঙ্গ করে প্রতিপক্ষ দল হঠাৎ নালিশি দাগের বেশ কয়েকটি গাছ কেটে ফেলে। সেই সাথে হামলা চালিয়ে একটি দোকান ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বিবাদীরা সব সময় প্রকাশ্যে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকিদিয়েছে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় পাঁচ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন:

ফ্লোরিডা উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৯ জন নিখোঁজ

চীনের জিনজিয়াংয়ে আবার শত মিলিয়ন টনের নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

বিবাদীরা হলো মো. ওয়ারেজ আলী, মো. তারেক হোসেন, মো. জাকের আলী, মো. জহুরুল ইসলাম ও শ্রী নরেশ সূত্রধর।  
ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত তারেক হোসেন হাতুড়ি দিয়ে দোকানের ওয়াল ভাঙচুর করছে। ।

ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/এমি-জান্নাত