পাকিস্তানে সাংবাদিক হত্যা, বিচার দাবি সিপিজের

সংগৃহীত ছবি

পাকিস্তানে সাংবাদিক হত্যা, বিচার দাবি সিপিজের

অনলাইন ডেস্ক

পাকিস্তানে সাংবাদিক হাসনাইন শাহকে হত্যা করা হয়েছে। দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান সাংবাদিকদের অধিকার বিষয়ক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।  

একই সঙ্গে এই হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার আহবান জানিয়েছে সিপিজে। হাসনাইন শাহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ক্যাপিটাল টিভিতে কর্মরত ছিলেন।

 

২৪ শে ডিসেম্বর মোটরসাইকেলে করে দুই অস্ত্রধারী তাকে গুলি করে হত্যা করে। এ সময় প্রেসক্লাবের বাইরে নিজের গাড়িতে ছিলেন হাসনাইন শাহ। মুখোশ পরা দুই হামলাকারী তাকে ৭ রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

লাহোর প্রেসক্লাবের সভাপতি আজম চৌধুরী বলেছেন, এই হত্যার মধ্য দিয়ে লাহোরের সাংবাদিকদের মধ্যে ভীতি সৃষ্টির বার্তা দেয়া হয়েছে।

এ হত্যার নিন্দা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার।

news24bd.tv/ কামরুল