স্থগিত হলো ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা 

স্থগিত হলো ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা 

অনলাইন ডেস্ক

৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বুধবার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

পিএসসির পরিচালক (ক্যাডার) মো. নেয়ামত উল্যাহ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ৪০তম বিসিএস এর মৌখিক পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। তবে আগামীকাল (২৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানায় পিএসসি।

৪০তম বিসিএসের জন্য ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী।

তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।
news24bd.tv/ তৌহিদ