‌‘ইভিএম চুরির বাক্স নয়, ডাকাতির বাক্স’, মন্তব্য তৈমুরের

‌‘ইভিএম চুরির বাক্স নয়, ডাকাতির বাক্স’, মন্তব্য তৈমুরের

অনলাইন ডেস্ক

ইভিএম দিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে বহিষ্কৃত অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বলেছেন, ইভিএম দিয়ে যেন কোনো রাজনৈতিক দল নির্বাচনে না যায়। কারণ আমি মনে করেছিলাম এটা চুরির বাক্স। কিন্তু নির্বাচনের পরে দেখেছি, এটা ডাকাতির বাক্স।

আজ বুধবার নিজের পুরনো আইন পেশায় উচ্চ আদালতে (হাইকোর্ট) কাজে ফিরে এসব কথা বলেন তিনি।

তৈমুর আলম খন্দকার বলেন, আমি রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলাম, কলাম লিখতাম। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন বিশেষত প্রতিবন্ধী সংগঠনগুলো করতাম। বাংলাদেশ জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান ছিলাম।

জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যানও ছিলাম। জাতীয় চারটা পত্রিকায় আমার কলাম ছাপা হত। দেশের বাইরেও কয়েকটি বাংলা পত্রিকায় আমার কলাম ছাপা হত। এখন আমার মূল পেশা হলো আইনজীবী।

তিনি বলেন, আমি ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু করে চীফ জাস্টিস আদালত পর্যন্ত ওকালতি করি। আমি অ্যাপিলেট ডিভিশনের একজন আইনজীবী। নির্বাচনের সময় আমার ৩৫ জন লোককে গ্রেপ্তার করা হয়েছে, যারা নির্বাচনে কাজ করছিল। তাদের জামিনের জন্য কোর্টে গিয়েছি। এখন আগের মতোই নিয়মিত আইন পেশায় নিয়জিত থাকব।

news24bd.tv/ তৌহিদ