স্বামী হত্যার দায়ে স্ত্রী ও মেয়ে জামাইসহ তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

স্বামী হত্যার দায়ে স্ত্রী ও মেয়ে জামাইসহ তিনজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

স্বামী হত্যার দায়ে স্ত্রী ও মেয়ে জামাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। সকালে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইদ হাসান বাদলকে গলাটিপে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। তাই শেফালী আক্তারসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাভোগের আদেশ দেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন:

ফ্লোরিডা উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৯ জন নিখোঁজ

চীনের জিনজিয়াংয়ে আবার শত মিলিয়ন টনের নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের সন্ধান

রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। তবে এরায়ের প্রতিবাদ জানিয়ে নিহতের মেয়ে ফারজানা আক্তার বিথি বলেন, তার বাবার মৃত্যুর সময় আসামীদের কেউ উপস্থিত ছিলনা।

news24bd.tv/এমি-জান্নাত