ওমিক্রন ঠেকাতে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত

রিশাদ হাসান 

দেশজুড়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা সংক্রমন। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে বেড়েছে আক্রান্তের হার। সংশ্লিষ্ট জেলাগু্লো পরিস্থিতি নিয়ন্ত্রনে জরুরী ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্তে যাচ্ছে। অন্যদিকে সংক্রমন বৃদ্ধির জন্য ওমিক্রনই দায়ী বলছে, স্বাস্থ্য অধিদপ্তর।

প্রস্তুত করা হয়েছে ওমিক্রনের ক্লিনিক্যাল গাইড লাইন।  

দেশজুড়ে ১২টি জেলা রয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের রেড জোনে। যেখানে করোনা সংক্রমনের হার রয়েছে অতিউচ্চ ঝুঁকিতে। রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষার গেল তিন দিন ধরে করোনা শনাক্তের হার ৫০ শতাংশের উপরে।

সবশেষ এই জেলায় প্রাপ্ত নমুনার ভিত্তিতে করোনা শনাক্ত হয়েছে প্রায় ষাট শতাংশ।

একই ভাবে দেশের করোনার আরেক হটস্পট চট্টগ্রাম। এখানে ২৪ ঘন্টার প্রাপ্ত নমুনার ৭০ শতাংশই আক্রান্ত শনাক্ত হয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে আসায় আরও সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

দেশ জুড়ে বেশিমাত্রায় সংক্রমণের কারণ হিসেবে ওমিক্রনকেই দুষছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক জানান প্রস্তুত করা হয়েছে ওমিক্রনের ক্লিনিক্যাল গাইড লাইন।

পরিবারের বয়োজেষ্ঠ্যদের সুরক্ষায় টিকা নেয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

news24bd.tv/আলী