বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে

ডেস্ক রিপোর্ট

প্রায় সাত বছর পর অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ মার্কিন ডলারে পৌঁছেছে।

২০১৪ এর অক্টোবরের পর গতকাল বুধবার প্রথমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৯০ ডলার পার হতে দেখা গেছে।

তবে দিনশেষে এর লেনদেন ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৯৬ ডলারে স্থির ছিল। এদিন ব্রেন্টের দাম বেড়েছে ২ শতাংশ বা ১ দশমিক ৭৬ ডলার।

 ২ শতাংশ দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-ডব্লিউটিআই’র।

আরও পড়ুন:

চীনে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দুই কোটি ইউনিট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

বুধবার ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৭৫ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৮৭ দশমিক ৩৫ ডলারে বিক্রি হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা বৃদ্ধির প্রভাবে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় তেলের দাম বাড়ছে।

news24bd.tv/এমি-জান্নাত