বিক্রি হতে যাচ্ছে কার্বোনাডো ডায়মন্ড নামে পরিচিত রহস্যময় কালো হীরা

সংগৃহীত ছবি

বিক্রি হতে যাচ্ছে কার্বোনাডো ডায়মন্ড নামে পরিচিত রহস্যময় কালো হীরা

ডেস্ক রিপোর্ট

সোথবি নিলাম হাউজে এবার বিক্রি হতে যাচ্ছে ৫৫৫ দশমিক ৫৫ ক্যারেটের একটি কালো হীরা। কার্বোনাডো ডায়মন্ড নামে পরিচিত বস্তুটি মহাকাশ থেকে এসেছে বলে ধারণা করা হয়। প্রথমবারের মতো প্রদর্শিত এই হীরাটি নিয়ে কৌতূহল বাড়ছে সবার মনে।

কার্বোনাডো ডায়মন্ড নামের এই হীরা নিয়ে বহু বছর ধরেই জড়িয়ে আছে রহস্য।

পৃথিবীতে তেমন একটা পাওয়া যায়না এসব হীরা। আর সেই হীরাগুলোরই একটি বিক্রি হতে যাচ্ছে সোথবি নিলামে।

আরও পড়ুন:

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে

চীনে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দুই কোটি ইউনিট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

গতকাল বুধবার লস অ্যাঞ্জেলেসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের খনিজ বিজ্ঞানের কিউরেটর অ্যারন সেলেস্টিয়ান জানান, বেশিরভাগ কার্বোনাডোই প্রায় ২৬০ থেকে ৩২০ কোটি বছর পুরোনো। পৃথিবীর মাত্র দুটি জায়গা ব্রাজিল এবং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পাওয়া গেছে এই কাঠামোর কার্বোনাডো।

এই হীরাটি ওই দেশগুলোর কোনো একটির খনিতে পাওয়া গেছে বলে ধারণে করা হয়।

news24bd.tv/এমি-জান্নাত