দৃশ্যমান হলো মেট্রোরেলের পুরো অংশের কাঠামো

সংগৃহীত ছবি

দৃশ্যমান হলো মেট্রোরেলের পুরো অংশের কাঠামো

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পথে উড়ালপথ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। আর সেই সাথে দৃশ্যমান হলো মেট্রোরেলের পুরো অংশের নিরবচ্ছিন্ন কাঠামো। মেট্রোরেল নির্মাণের দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টায় জাতীয় প্রেসক্লাবের কাছে দুটি পিয়ারের মধ্যে ভায়াডাক্টের শেষ অংশটি বসানো হয়।

ভায়াডাক্ট বসানোর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার টানা উড়ালপথ নির্মাণ শেষ হয়।

ভায়াডাক্ট হলো, পিয়ারগুলোতে কংক্রিটের কাঠামো বসানোর যোগসূত্র। এর ওপরই মেট্রো ট্রেন চলার লাইন বসবে।

আরও পড়ুন:

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে

চীনে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দুই কোটি ইউনিট ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে উড়ালপথের অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করছে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও শেষ। এখন সেখানে রেললাইন স্থাপন, বিদ্যুৎব্যবস্থা সংস্থাপনসহ অন্যান্য কাজ শুরু হবে।

news24bd.tv/এমি-জান্নাত