রাজৈর উপজেলা চেয়ারম্যান হলেন আ.লীগ প্রার্থী রেজাউল করিম

আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরী

রাজৈর উপজেলা চেয়ারম্যান হলেন আ.লীগ প্রার্থী রেজাউল করিম

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরী ৬০ হাজার ৫৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।  অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হাজী মহসিন মিয়া আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৫১৫ ভোট।

গত ২০২১ সালের ১৩ই জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়ার মৃত্যু হয়। তার পরই ডিসেম্বর মাসে উপ নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন কমিশন।

এরপর শূন্য পদে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ৬৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ।  

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ২১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৫৯৯ এবং নারী ভোটার ৮৮ হাজার ৫৯৯ জন। নির্বাচনে ৮৯ হাজার ২০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বেসরকারিভাবে রেজাউল করিম শাহীন চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন।

news24bd.tv/ কামরুল