দুই বছর আগের বিবাদে মুক্তিযোদ্ধার ছেলেকে ছুরিকাঘাতে খুন

নিহত দিপু হালদার

দুই বছর আগের বিবাদে মুক্তিযোদ্ধার ছেলেকে ছুরিকাঘাতে খুন

অনলাইন ডেস্ক

বরিশালে দুই বছর আগের বিবাদের সূত্র ধরে দিপু হালদার (৪৭) নামে এক রংমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী খ্রিস্টান কলোনিতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত কুডু মিস্ত্রিকে (৪৫) আটক করেছে পুলিশ।

নিহত দিপু হালদার খ্রিস্টান কলোনির বীর মুক্তিযোদ্ধা রমেন্দ্র নাথ হালদারের ছেলে।

আটক কুডু মিস্ত্রিও একই এলাকার বাসিন্দা। তারা দুজনই পেশায় রংমিস্ত্রি।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, রাত সাড়ে ৮ টার দিকে কুডু মিস্ত্রি একটি ধারালো ছুরি দিয়ে দিপু হালদারের পেটে এলোপাতারি আঘাত করেন। তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ কুডু মিস্ত্রিকে আটক করে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে কুডু মিস্ত্রি পুলিশকে জানায় দুই বছর আগে দিপু হালদার তাকে অকারণে মারধর করেন। সেই থেকে দিপুর ওপর তার ক্ষোভ ছিল। বৃহস্পতিবার রাতে একা পেয়ে ওই ঘটনার প্রতিশোধ নিতে দিপু হালদারকে ছুরিকাঘাত করেন তিনি।

হত্যার পদক্ষেপের বিষয়ে ওসি বলেন, কুডু মিস্ত্রিকে আসামি করে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন


এফডিসিতে ঢুকতে অনুমতি পেল ১৭ সংগঠনের সদস্যরা

news24bd.tv এসএম