চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ১

গ্রেপ্তার আকরাম হোসেন

চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ১

রংপুরের কাউনিয়ায় টাকা চুরির অপবাদে দুই শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে আকরাম হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই দুই শিশুর নাম শামীম হোসেন (১০) ও রাসেল (৯)। এই ঘটনায় অভিযুক্ত আসামি আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার টেপামধুপুর এলাকা থেকে আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকরাম কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব মোল্লাটারী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।  

এ ঘটনায় দায়ের করা মামলার অপর দুই আসামি হলেন- ইউপি সদস্য ইউনুস আলী (৪২) ও আকরাম হোসেনের ভাই ইয়াকুব আলী (২৪)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ বলেন, শিশু দুটিকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। কিন্তু তাদের অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় পুলিশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

এরই মধ্যে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।

এর আগে বুধবার (২৬ জানুয়ারি) টাকা চুরির অভিযোগ এনে মধ্যযুগীয় কায়দায় ওই দুই শিশুকে নির্যাতন করেন ইউপি সদস্য ইউনুস আলী, আকরাম হোসেন ও তার ভাই ইয়াকুব আলী। এ ঘটনায় দুই শিশুর পরিবার থেকে মামলা না করা হলেও ঘটনার দিন রাতেই কাউনিয়া থানার এস আই স্বপন কুমার সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন


দুই বছর আগের বিবাদে মুক্তিযোদ্ধার ছেলেকে ছুরিকাঘাতে খুন

news24bd.tv এসএম