হবিগঞ্জের লাখাই উপজেলায় নিখোঁজের দুইদিন পর ধানক্ষেত থেকে আফরোজা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বলাকানিন্দ গ্রামে সুতাং নদীর তীরবর্তী ধানক্ষেত থেকে ওই বৃদ্ধার মরদেহটি উদ্ধার করা হয়।
আফরোজা বেগম লাখাইয়ের কাশিমপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী।
লাখাই থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আফরোজা বেগম।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন গণমাধ্যমকে জানান, মরদেহটির গায়ে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন
নরসিংদীতে ছেলে ও নাতি মিলে মারধর, বৃদ্ধের মৃত্যু
news24bd.tv এসএম