ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম রবিউল হোসেন (২৪)। তিনি ট্রাকটি চালক ছিলেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে মহাসড়কের উপজেলার লালবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান একইমুখী একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক চালক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:
তাপমাত্রা কমতে পারে আরও ৪ ডিগ্রি
মেসিকে ছাড়াই চিলির বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয়
স্বামীর লাশ নিয়ে দুই স্ত্রীর টানাটানি!
শুভেচ্ছাদূত হলেন ঢালিউড কিং শাকিব খান
ওসি আরও বলেন, ঘটনার পরেই কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।