বরিশাল নগরীর বাঘিয়া কালিমাতা মন্দিরের সামনে ছুরিকাঘাতে দিপু হালদার (৪৮) নামে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কুডু নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত দিপু স্থানীয় খ্রিস্টান কলোনির রমেন্দ্রনাথ হালদারের ছেলে। তারা দুইজনই পেশায় রং মিস্ত্রি।
স্থানীয় লোকজন জানান, গতকাল রাতে বাকবিতণ্ডার এক পর্যায়ে কুডু তার হাতে থাকা ছুরি দিয়ে দিপুর বুকে আঘাত করে। পরে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিপুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি কমলেশ হালদার বলেন, হামলাকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।