খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ দুপুরে উপজেলার কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছে- পানছড়ির ছোট ধনপাড়ার পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।
স্থানীয় লোকজন জানান, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই শিশুদের মৃত্যু হয়।