একই জমিতে ১১ প্রকারের ফসল চাষ করে এলাকাজুড়ে চমক সৃষ্টি করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বারঘরিয়া এলাকার বাসিন্দা কৃষক আমিরুল ইসলাম।
জানা যায়, বছর দু’য়েক আগে নিজ জমিতে মাল্টার গাছ লাগিয়েছেন আমিরুল ইসলাম। গাছগুলোর ফাঁকা অংশগুলোতে গম, লাউ, আলু, মরিচ, পেয়াজ ও শিমসহ ১১ প্রকারের ফসল চাষ করে লাভবান হয়েছেন তিনি। এ নিয়ে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে৷
আমিরুল ইসলাম বলেন, কৃষি অফিসের আওতায় তিনি দুই বছর আগে তিন বিঘা জমিতে মাল্টার বাগান করেন।
রাণীশংকৈল উপজেলার কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ জানান, লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও ব্যবস্থাপনার আওতাধীন আমরা কৃষক আমিরুল ইসলাম মাল্টা বাগান করার জন্য ১২০টি চারা দিয়েছিলাম। আর একই জমিতে কিভাবে ১১টি ফসল পাওয়া যায় সে বিষয়ে কৃষি অফিস থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়েছে।
news24bd.tv/আলী