কাছে আসলে বুঝতে পারবেন আমি ভালো না খারাপ : জায়েদ খান

সংগৃহীত ছবি

কাছে আসলে বুঝতে পারবেন আমি ভালো না খারাপ : জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক

অনেক আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় শুরু হয় শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম ভোটটি দিয়েছিলেন এবারের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। এরপর একে একে অন্য প্রার্থী ও সাধারণ ভোটাররা ভোট দেন।

শিল্পী সমিতির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি গঠন করেছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ আক্তার। অন্যটিতে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।  
 এ উপলক্ষে এফসিডিতে এখন নায়ক-নায়িকাদের মিলনমেলা।

এদিকে নির্বাচন ও তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রল নিয়ে মুখ খুলেছেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, মানুষ হিসাবে আমি এত খারাপ না। কিন্তু মানুষ আমাকে ফেসবুকে, ইউটিউবে খারাপভাবে উপস্থাপন করে। আশা করি সবাই আমাকে ভালোবাসা দিবেন। আর গুজব বিশ্বাস করবেন না।

তিনি আরও বলেন, ‘কাছে আসলে বুঝতে পারবেন আমি ভালো না খারাপ।

এদিকে  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুণ বলেন, এবার ৪২৮ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোট দিয়েছেন। আর এখন ভোট গণনা চলছে।

news24bd.tv/আলী