ফলাফলের আগেই নির্বাচন বর্জনের ঘোষণা ডি এ তায়েবের

ডি এ তায়েব

ফলাফলের আগেই নির্বাচন বর্জনের ঘোষণা ডি এ তায়েবের

অনলাইন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই তা বর্জন করেছেন সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অভিনেতা ডি এ তায়েব। তবে সকাল ৬টার দিকে ঘোষণা করা ফলাফলে তিনি হেরে গেছেন বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টায় শেষ হওয়া ভোটের ফলাফল শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টা পর্যন্ত ঘোষণা না হওয়ায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া নিজের এক পোস্টে ডি এ তায়েব নির্বাচন বর্জনের বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, “ভোর পৌনে পাঁচটা বাজে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসাব মেলাতে পারছেন না। এই নির্বাচন আমি বর্জন করলাম। ”

এদিকে নির্বাচনের ফলাফলের সবশেষ পাওয়া তথ্যে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আর হ্যাট্রিক জয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

এদিকে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানূর, কোষাধ্যক্ষ হয়েছেন আজাদ খান, দপ্তর সম্পাদক হলেন আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন মামনুন ইমন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জয় চৌধুরী।

কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, সুচরিতা, কেয়া, ফেরদৌস, অমিত হাসান, জেসমিন, চুন্নু।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন।  

আরও পড়ুন


সভাপতি ইলিয়াস কাঞ্চন, হ্যাট্রিক জয়ে সেক্রেটারি জায়েদ

news24bd.tv এসএম