'উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড' পেলেন ডা. এবিএম আবদুল্লাহ 

ফাইল ছবি

'উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড' পেলেন ডা. এবিএম আবদুল্লাহ 

অনলাইন ডেস্ক

চিকিৎসা এবং স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য সম্প্রতি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা কর্তৃক 'উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২১' শীর্ষক বিশেষ সম্মাননা পেলেন দেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক. ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।  

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। এসময় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

মিয়ানমারে বেসামরিক শাসন পুনরুদ্ধার করতে জাতিসংঘের আহ্বান

দেশে এখন আর না খেয়ে কেউ মারা যায় না : কৃষিমন্ত্রী

অধ্যাপক এবিএম আবদুল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন, সম্মাননা পাওয়ার জন্য আমি আসলে কাজ করি না।

তবে ভালো কাজের জন্য কোন স্বীকৃতি পেলে সেটা ভালই লাগে, আরো বেশি কাজ করার আগ্রহ জাগে।  

তিনি করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা, হাত ধোয়া, দূরত্ব বজায় রাখাসহ পরিপূর্ণ স্বাস্থ্য বিধি মানতে সবার প্রতি আহ্বান জানান।

news24bd.tv/এমি-জান্নাত