কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েছে

ফাইল ছবি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর চাপ বেড়েছে

জাহিদুজ্জামান, কুষ্টিয়া

কুষ্টিয়ায় প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকলেও হাসপাতালে কোভিড রোগীদের চাপ বাড়েনি। কোভিড রোগীদের জন্য ৫০ বেড নির্ধারিত থাকলেও সেখানে রোগীর সংখ্যা ২০'এর নিচে। তবে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নন-কোভিড রোগী ওভারলোড হয়ে আছে। বিশেষ করে শিশু ওয়ার্ডে ঠাণ্ডাজনিত রোগীর চাপ বেড়েছে।

বেডের বিপরীতে এখানে তিন থেকে চারগুণ রোগী থাকছে। শীতের সময়ে শিশুদের যাতে ঠাণ্ডা না লাগে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এখন গড়ে ৫শ রোগী ভর্তি থাকে। আর বহি:র্বিভাগে চিকিৎসা নেন আরো এক হাজার রোগী।

রোগীতে ঠাসা এই হাসপাতালের সবচেয়ে খারাপ অবস্থা শিশু ওয়ার্ডে। সর্দি, কাশি এবং নিউমেনিয়ায় আক্রান্ত রোগী আসছে প্রতিদিন গড়ে ২০ জন করে। হাসপাতালের ২৪ বেডের বিপরীতে এখানে গড়ে ৮০ থেকে ১০০ জন শিশু ভর্তি থাকছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, শুধু শিশু ওয়ার্ডে নয় হাসপাতালের নন-কোভিড ওয়ার্ডগুলোতেই রোগীর চাপ বেশি। এ কারণেই চাপ নিতে হচ্ছে ডাক্তার ও নার্সদের।

আরও পড়ুন:


বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত ২৬ লাখেরও বেশি

এদিকে, শিশুদের ঠান্ডা লাগার সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা।

এ সময়ে শিশুদের যাতে ঠান্ডা না লাগে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞ ডা. নাজিম উদ্দিন।  

news24bd.tv রিমু