এখন থেকে ৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন: জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

এখন থেকে ৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন: জাহিদ মালেক

অনলাইন ডেস্ক

পঞ্চাশে নয়, এখন থেকে বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।  

আজ রোববার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সবাই ঠিকমত করোনা পরীক্ষা করলে করোনা রোগীর সংখ্যা আরো বাড়বে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, 'আমরা এখন পর্যন্ত ৫০ বছর পর্যন্ত বুস্টার ডোজ দিচ্ছি।

কিন্তু আমরা খুব বেশি পরিমাণ সাড়া পাচ্ছি না। এখন পর্যন্ত খুবই কম সংখ্যক মানুষ বুস্টার ডোজ নিয়েছে। তাই এখন থেকে ৪০ বছরেও পাবে বুস্টার ডোজ। আমাদের হাতে ৯ কোটি টিকা রয়েছে।
'

এসময় মন্ত্রী আরও বলেন, দেশে মোট টিকা দেয়া হয়েছে ১৫ কোটি ৭০ লক্ষ। আড়াইকোটি মানুষ বাকী রয়েছে প্রথম ডোজ নিতে। বারো বছরের ওপরে সকলকে টিকা দেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:


বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত ২৬ লাখেরও বেশি


তিনি আরও বলেন, সকল কর্মসূচি সফল হবে যদি মানুষ সচেতন হয়, স্বাস্থ্যবিধি মানে। করোনা পরিস্থিতিতে অহেতুক ঘুরাফেরা করা দুঃখজনক।  
এছাড়া মাস্ক পরার আহ্বান জানান মন্ত্রী। ওমিক্রন হালকাভাবে নেয়া যাবেনা বলেও সংবাদ সম্মেলনে জানান জাহিদ মালেক।

news24bd.tv রিমু