পেঁয়াজের দাম নিয়ে সমস্যার সমাধান দেওয়া সম্ভব নয় : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি

পেঁয়াজের দাম নিয়ে সমস্যার সমাধান দেওয়া সম্ভব নয় : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

পেঁয়াজের দাম যখন বাড়ে তখন সাধারণ মানুষের সমস্যা, আবার কমলে কৃষকদের সমস্যা। এর সমাধান আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে কৃষকদের বিষয়টি আমাদের বিবেচনায় আনতে হবে।

আজ রোববার বেলা ১১টায় রংপুর কেন্দ্রীয় কারাগারের নতুন ভবন নির্মাণ কাজের নকশাসহ সাইড পরিদর্শন শেষে গণমাধ্যমকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী ভোজ্য তেলে দাম পুনঃনির্ধারণের ব্যাপারে আগামী ৬ ফেব্রুয়ারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথাও জানান। এছাড়া রমজান মাসে টিসিবির মাধ্যমে বরাদ্দ দ্বিগুণ করে বাজার ঠিক রাখার পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন:

কোয়ারেন্টিনে থাকার সময় কমলো

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল পণ্যের দাম তো আমরা কমাতে পারবো না। বিদেশ থেকে আমদানি করার পর কেনা দর ধরে আমরা একটা দাম নির্ধারণ করে দেই।

আমরা যে ৪ ধরনের পণ্যের মূল্য কন্ট্রোল করি, এর মধ্যে ভোজ্য তেল, মসুর ডার, চিনি অন্যতম। এই পন্য গুলোর মূল্য আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। এর প্রভাব বেড়েছে বাংলাদেশেও। চালের দাম কখনও বাড়ছে এবং কখনও কমেছে। এর কারণ খাদ্য মন্ত্রণালয় বলতে পারবে।

news24bd.tv/এমি-জান্নাত