ইতিহাস গড়ে নাদালের অস্ট্রেলিয়ান ওপেন জয়

ইতিহাস গড়ে নাদালের অস্ট্রেলিয়ান ওপেন জয়

অনলাইন ডেস্ক

অবিশ্বাস্য এক লড়াই দেখল টেনিস বিশ্ব। পাঁচ সেটের লড়াইয়ের পরতে পরতে ছিল উত্তেজনা। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। দানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫/৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে তিনি রীতিমতো ইতিহাস গড়ে ফেললেন।

এর মাধ্যমে প্রথম কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে এককে ২১টি গ্র্যান্ড স্লাম জিতলেন নাদাল।

অথচ, এই স্প্যানিশ তারকা প্রথম সেটে পাত্তাই পাননি মেদভেদেভের কাছে! দ্বিতীয় সেটে ৪-১ গেমে এগিয়ে থেকেও টাইব্রেকে হেরে যান।

তখন ইতিহাস গড়ার স্বপ্নটা অনেক দূরের কিছু মনে হচ্ছিল। কিন্তু অদম্য নাদালের কাছে মনে হয় কোনো কিছুই অসম্ভব নয়! তাই খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ালেন তিনি।

জিতে চললেন একের পর এক সেট। তৈরি হলো নতুন ইতিহাসের।

রোববার (৩০ জানুয়ারি) মেলবোর্নে রড লেভার অ্যারেনায় প্রায় পাঁচ ঘণ্টা ২৪ মিনিটের মহাকাব্যিক লড়াইয়ে জিতে ২১তম মেজরের ট্রফি উঁচিয়ে ধরলেন ৩৫ বছর বয়সী নাদাল।

রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের সঙ্গে সমান ২০টি করে শিরোপা জয়ের রেকর্ড ছিল তাঁর। এবার তাদের ছাড়িয়ে গেলেন নাদাল।

news24bd.tv/ নাজিম