৯ ফুট দৈর্ঘ্যের শকুন

 ৯ ফুট দৈর্ঘ্যের শকুন

অনলাইন ডেস্ক

দুই ফুটের বেশি উচ্চতার, ৯ ফুট দৈর্ঘ্যের এবং সাড়ে ছয় কেজির মতো ওজনের বিলুপ্ত প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে কুড়িগ্রামের উলিপুরের স্থানীয় জনতা।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের এক ব‌্যক্তির বাড়ি সংলগ্ন মাঠ থেকে শকুনটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলাম রাজুর বাড়ি সংলগ্ন মাঠে শকুনটি উড়ে এসে পড়ে। এ সময় এলাকাবাসী শকুনটিকে ধরে এনে রাজুর বাড়ির উঠানে পায়ে দড়ি বেঁধে আটকে রাখে।

স্থানীয় নূর আলম বলেন, কিছু কাক তাড়া করে শকুনটিকে এখানে ফেলে দেয়। আমিসহ কয়েকজন লোক গিয়ে তাকে উদ্ধার করি। শকুনটির উচ্চতা দুই ফুটের বেশি, দৈর্ঘ্য (পাখা মেলে) ৯ ফুট, ওজন সাড়ে ছয় কেজির মতো। তবে শকুনটি কিছুটা অসুস্থ।

শকুনটি উদ্ধার করা হয়েছে জানিয়ে উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, প্রাণীটি কিছুটা অসুস্থ। তাকে সুস্থ করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

news24bd.tv/ তৌহিদ

এই রকম আরও টপিক