এবার প্রফেসর ইমেরিটাস হলেন ডা. এবিএম আবদুল্লাহ

ফাইল ছবি

এবার প্রফেসর ইমেরিটাস হলেন ডা. এবিএম আবদুল্লাহ

অনলাইন ডেস্ক

দেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, একুশে পদকপ্রাপ্ত ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ এবার প্রফেসর ইমেরিটাস হলেন।  আজ (৩১ জানুয়ারি, সোমবার)  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিন্ডিকেট সভায় তাঁকে বিএসএমএমইউতে প্রফেসর ইমেরিটাস হিসেবে মনোনীত করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।  

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম এ সম্মানে ভূষিত হলেন। অবসরগ্রহণের পরও এখন তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা বিষয়ক কর্মকাণ্ড ও গবেষণায় সম্পৃক্ত থেকে আজীবন একজন অধ্যাপকের সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন:

আফগানিস্তানে ছেলে শিক্ষার্থীদের জন্য উচ্চবিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে

২০১৭ সালের পর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া

উল্লেখ্য, উচ্চশিক্ষায় অধ্যাপনা পেশায় প্রফেসর ইমেরিটাস একটি উচ্চ মর্যাদাসম্পন্ন পদবি। অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যাপকের জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক পদ বা পদবি প্রদান করা হয়ে থাকে।

news24bd.tv/এমি-জান্নাত