জিততে পারলেন না ২৮ ইঞ্চির সেই মশু

২৮ ইঞ্চি উচ্চতার মোশাররফ হোসেন মশু

জিততে পারলেন না ২৮ ইঞ্চির সেই মশু

অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সদস্য পদে প্রার্থী ছিলেন বহুল আলোচিত ২৮ ইঞ্চি উচ্চতার শারীরিক প্রতিবন্ধী মোশাররফ হোসেন মশু। কিন্তু নির্বাচনে জয়ী হতে পারেননি তিনি।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শারীরিক প্রতিবন্ধী মশু ভ্যানগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

ভ্যানগাড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোতালেব তালা প্রতীক নিয়ে ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে ভূরুঙ্গামারীর রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ভোটার ৩ হাজার ৬৬৮ জন। এরমধ্যে নির্বাচনে ভোট পড়েছে ২ হাজার ৬০৭টি।

আরও পড়ুন


১১ হাজার এতিম শিশুর সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগাভাগি বসুন্ধরা এমডির

news24bd.tv এসএম