রাজধানীর বনশ্রীর মধ্যপাড়া এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সকাল ১১টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১১টার দিকে বনশ্রীর মধ্যপাড়া বস্তির কয়েকটি টিনশেড ঘরে আগুন লাগার খবর পাই।
লিমা খানম বলেন, আগুনের ঘটনাটি ছোট বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাইনি।