আজ পর্দা নামছে বিপিএলের চট্রগ্রাম পর্বের। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে মিনিস্টার গ্রুপ ঢাকা।
ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন পর্যন্ত খেলেছে তিনটি ম্যাচ। আর সেখানে শতভাগ জয়ে তারা টেবিলের শীর্ষে রয়েছে। বিপরীতে মিনিস্টার গ্রুপ ঢাকা পাচ ম্যাচ খেলে জয় পেয়েছে ২টি ম্যাচে। হেরেছে তিনটিতে। রয়েছে টেবিলের চারে।
এছাড়া, বিপরীতে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাওয়া স্বাগতিক চট্টগ্রাম এখন পর্যন্ত খেলেছে বিপিএল সর্বোচ্চ ৬টি ম্যাচ। সমান তিন জয় আর হারে রয়েছে টেবিলের দুইয়ে।
আরও পড়ুন:
চট্টগ্রামে করোনায় মৃত্যু তিন, নতুন শনাক্ত ৭২৯
অন্যদিকে, আর সাকিব আল হাসানের ফরচুন বরিশাল পাঁচ ম্যাচে তিন জয়ে টেবিলের তিনে থেকে শিরোপার জয়ের স্বপ্ন বুনছে।
news24bd.tv রিমু