রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মুনছুর আহমেদ (৩০), হক সাহেব (৪৩) ও আবুল হাশেম (৪০) নামের তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
এ সময় আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোরে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, আটকরা পেশাদার মাদকবিক্রেতা।