বগুড়ার সান্তাহারে ট্রেনের ধাক্কায় শিল্পী বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ দুপুরে সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পী বেগম, উপজেলার সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনি মহল্লার শাহাবুদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার সান্তাহার জংশনের ৪ নম্বর প্লাটফর্মে একটি মেইল ট্রেন এসে পৌঁছায়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।