করোনার লকডাউনের মধ্যেও ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজনের ঘটনাকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের নের্তৃত্বের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন সামরিক কর্মকর্তা স্যু গ্রে।
দেশটির কঠোর বিধিনিষেধ চলার সময়ও ডাউনিং স্ট্রিট বেশ কয়েকটি পার্টির ঘটনার তদন্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন তিনি। সেসময়কার মোট ১৬টি পার্টির তদন্ত করেছেন এই সামরিক কর্মকর্তা।
আরও পড়ুন:
প্যারাগুয়ের একটি কনসার্টে গোলাগুলির ঘটনায় অন্তত দুই জন নিহত
জানুয়ারিতে বেলজিয়ামে ৩৯ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি
সম্পূর্ন তথ্য দেয়া না হলেও প্রতিবেদনে তিনি জানান কিছু আয়োজন সেসময় করা ঠিক হয়নি।
তবে এই ঘটনায় দেশটির বর্তমান ও সাবেক আইনপ্রণেতাদের ব্যাপক সমালোচনার মুখোমুখি হচ্ছেন তিনি। জোরালো হচ্ছে তার পদত্যাগের দাবি। এদিকে ডাউনিং স্ট্রিটে জনসনের জন্মদিনের অনুষ্ঠান সহ বিধিনিষেধ ভাঙার অন্তত ১২ টি আলাদা ঘটনার তদন্ত করছে দেশটির মেট্রোপলিটন পুলিশ।
news24bd.tv/এমি-জান্নাত