চাঁদপুরের হাজীগঞ্জে বিথী আক্তার নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ দুপুরে উপজেলার কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা বিথী, স্থানীয় জয়নাল আবেদীনের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ইকরাম জানান, চলতি মাসের ১০ তারিখে মালয়েশিয়া থেকে বিথীর বর আসার কথা রয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।