লক্ষীপুরে ইয়াবাসহ মোসা. রিনা আক্তার (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) দুপুরে জেলার কমলনগরের তোরাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিনা উপজেলার তোরাবগঞ্জ গ্রামের নবী উল্যা ডাক্তার বাড়ীর আলী হোসেনের স্ত্রী। অভিযানের নের্তৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ সাহাদাত হোসেন টিটো।
তিনি জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে কমলনগরের তোরাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে চিহ্নিত নারী মাদক বিক্রেতা।
news24bd.tv/আলী