ফরিদপুরের আদালতে বিচার চলাকালে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে শাহজাহান মৃধা (৭০) নামের এক আসামির মৃত্যু হয়েছে।
শাহজাহান মৃধা জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর গ্রামের বাসিন্দা। আদালতে তার বিরুদ্ধে প্রতারণা মামলার বিচার চলছিল।
আসামির আইনজীবী মো. আবু জাফর বলেন, গত বছর মৌলভীর চর এলাকার বাসিন্দা দুলাল মিয়া বাদী চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন।
হঠাৎ করে শাহজাহান অসুস্থ হয়ে পড়েন। বিচারক তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। তাকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসাপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গণেশ কুমার আগরওয়ালা বলেন, “হাসপাতালে আনার আগেই শাজাহান মৃধার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ”