চট্টগ্রামের সাতকানিয়ায় ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৫)।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কুরুস্কুল এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন সাতকানিয়া থানায় ওসি আবদুল জলিল।
নিহত আনোয়ার হোসেন মৃত কালু মিয়ার সন্তান।
এ ঘটনায় কোনো মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, ধর্মপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
news24bd.tv তৌহিদ