রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত, ট্রাকে আগুন

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত, ট্রাকে আগুন

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাকের চাপায় এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মাহমুদ হাবিব হিমেল। তিনি গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প ও শিল্পকলা বিভাগের শিক্ষার্থী।

 এ ঘটনায় আহত আরেক শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তা দিয়ে ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেলে যাচ্ছিলেন। সে সময় ট্রাকের ধাক্কায় একজন নিহত হন ও অপরজন আহত হন।

এদিকে এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত ৫টি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে বিক্ষোভ করছেন।


ঘটনার প্রতিবাদে ভিসি ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছে। এছাড়া, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার দুঃখ প্রকাশ করে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা শিক্ষার্থীদের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা তাই করবো।

news24bd.tv/এমি-জান্নাত