ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়: পুতিন

ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়: পুতিন

অনলাইন ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মস্কোকে যুদ্ধের দিকে ঠেলতে চেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন। খবর বিবিসির।  

বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, সাংবাদিকদের উপস্থিতিতে পুতিন আরও অভিযোগ তুলে বলেন, ওয়াশিংটনের প্রধান কাজ হচ্ছে মস্কোর উন্নয়নকে প্রতিহত করা।

ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়।

এদিকে মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, ইউক্রেন বিষয়ে রাশিয়ার সাথে আরও আলোচনার জন্য দরজা খোলা রেখেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস উপাচার্যের

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে  তুরস্ক কখনোই যুদ্ধ চায় না বলে মঙ্গলবার জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শান্তিপূর্ণ উপায়ে চলমান সংকট নিরসন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।

news24bd.tv রিমু