পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।
নিহতরা হলেন, বায়েজিদ (১৪), সেলিম তালুকদার (৪৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পটুয়াখালী থেকে আসা একটি যাত্রীবাহী বাস কুয়াকাটার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঘুটাবাছা এলাকা অতিক্রমকালে নীলগঞ্জ থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুছড়ে যায়।
ইজিবাইকে থাকা ৫ জন যাত্রীর মধ্যে দুই জন ঘটনাস্থলেই নিহত হন। বাকী তিন জনকে কলাপাড়া উপজেলা হাসপাতালে নেয়া হলে গুরুত্বর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হালদার জানান, একটি বাস ও ইজিবাইক দুর্ঘটনায় দুজনকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাকী তিন জনকে গুরুত্বর অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
শেরপুরে ট্রলি উল্টে প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর, আহত ১০
news24bd.tv এসএম