দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

ফাইল ছবি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

অনলাইন ডেস্ক

দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় জেলায় বাতা‌সে আর্দ্রতা ৯০ শতাংশ ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার ছিলো।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্র দিনাজপুরে রেকর্ড করা হয়েছে ৯ দশ‌মিক ৩ ডিগ্রি সেল‌সিয়াস।

আর দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেল‌সিয়াস।  

তোফাজ্জল ইসলাম আরও জানান, কুড়িগ্রামের রাজারহাটে ১০.০ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ৯.৮, রংপুরে ১১.৫, ডিমলায় ১১.০, নওগাঁয় ১০.৪, রাজশাহীতে ৯.৯, চুয়াডাঙ্গায় ১০.৭ এবং শ্রীমঙ্গলে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে  দিনাজপুরের জনজীবন। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

সবচেয়ে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। কুয়াশার কারণে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

news24bd.tv/ নাজিম