আবাসন ব্যবসায় সংকটের মুখে চীনের অর্থনীতি

সংগৃহীত ছবি

আবাসন ব্যবসায় সংকটের মুখে চীনের অর্থনীতি

আসমা তুলি

আবাসন ব্যবসায় সংকটের মুখে পড়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে চীনের অর্থনীতি। সম্প্রতি সিএনএন’র এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেভেলপারদের ক্রমাগত খেলাপি, জমি ও অ্যাপার্টমেন্টের দাম কমায় চীনের আবাসনখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত মাস কয়েক মাস ধরেই খবরের শিরোনাম হচ্ছে চীনের আবাসন খাত।

কারণ ঋণে জর্জরিত দেশটির দ্বিতীয় বৃহত্তম আবাসন প্রতিষ্ঠান এভারগ্র্যান্ড। সময়মতো ঋণের সুদ পরিশোধে ব্যর্থ হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে প্রতিষ্ঠানটি। ফলে বিপাকে পড়েছে বিনিয়োগকারীরা।

যদিও আবাসন খাতের সংকট ক্রমেই উন্নতি হচ্ছে বলে দাবি বেইজিংয়ের।

তবে চীনের এমন যুক্তি মানতে নারাজ বিনিয়োগকারীরা। সম্প্রতি প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, কিংবদন্তী  বিনিয়োগকারী  জর্জ সোরোস শি জিন পিং সরকারের নজরদারি নীতির কঠোর সমালোচনা করেন। চীনা প্রেসিডেন্ট এখন সম্পত্তির বাজার নিয়ে ঝুঁকির সম্মুখীন বলেও জানান এই বিলিয়নিয়ার।

চীনের অর্থনীতি গত বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ৮ দশমিক এক শতাংশ প্রসারিত হয়। তবে আবাসনখাতে সংকট ও ওমিক্রনের কারণে বছরের শেষ দিকে প্রবৃদ্ধি সংকুচিত হয়ে যায়।

news24bd.tv/এমি-জান্নাত