শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ার বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। আগামী ৬ ফেব্রুয়ারি দুই সপ্তাহের ছুটি শেষ হচ্ছে। এরপর আবারও ছুটি বাড়ানো হবে কি না সে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্কুল-কলেজের চলমান ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।

তবে অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুঠোফোনের মাধ্যমে এ বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ, সেহেতু ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে।

আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।  

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হয়।

আরও পড়ুন


বিএনপি পরনির্ভর একটি রাজনৈতিক দল : ওবায়দুল কাদের

news24bd.tv এসএম