অসহায় মানুষের পাশে পশ্চিম মোহাম্মদ নগর যুব সংগঠন

অসহায় মানুষের পাশে পশ্চিম মোহাম্মদ নগর যুব সংগঠন

ইসমাইল হোসাইন রায়হান

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের একটি ওয়ার্ড মোহাম্মদ নগর। আয়তনে বেশ বড় হওয়ার এটি বিভক্ত দুই ভাগে। আর এই এলাকারই কয়েকজন যুবক মিলে গড়ে তোলে একটি সংগঠন। নাম দেয় পশ্চিম মোহাম্মদ নগর যুব সংগঠন।

সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। কর্মক্ষেত্রে নিষ্ঠার পরিচয় দিয়ে এরইমধ্যে সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হছে এই যুব সংগঠনটি।

৬৩ সদস্য বিশিষ্ট এই যুব সংগঠনটি যাত্রার শুরুতেই সমাজের গরীব,দুখী,অবহেলিত মানুষের পাশে নিজস্ব অর্থায়নে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ১০টি অসহায় পরিবারের মেয়ের বিয়েতে অর্থায়ন,২০টি দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা সামগ্রী,৩০ জন মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান,৫৫টি গরিব পরিবারকে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে সমাজে আলোচনায় আসে এই যুব সংগঠনটি।

সংগঠনটির উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে নতুন করে সংগঠনটিতে যোগ দেন আরও ৮ জন।  
বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৭১।

সংগঠনটির সভাপতি মো. হানিফ লিটন এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল বিপ্লব জানান, মাদক,সন্ত্রাস,দখলদারী তথা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজের অসহায়,অবহেলিত, দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

তাদের এই যাত্রাকে আরো বেগবান করতে সমাজের বিত্তশালীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা।

রায়হান/অরিন/নিউজ টোয়েন্টিফোর
 

সম্পর্কিত খবর