গাইবান্ধা জেলা কারাগারে থাকা মাদক মামলার হাজতি বিল্লাল হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার গাইবান্ধা জেনারেল হাসপাতালে মারা যান তিনি। তিনি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. আমজাদ হোসেন জানান, মাদক মামলার আসামি বিল্লাল হোসেন গত ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন।
সেখানে অবস্থার অবনতি হলে বুধবার তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন বলেন, শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় ভোগা বিল্লাল হোসেনকে খারাপ অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসা শুরুর প্রথমদিকেই তার মৃত্যু হয়। পোস্টমর্টেম করার জন্য আবাসিক চিকিৎসকের নেতৃত্বে দুই সদস্যের টিম গঠন করা হয়েছে।
news24bd.tv/ কামরুল